পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য নিহত, আহত ৫

১৪ মার্চ, ২০২৩ | ৫:১০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক এবং লাকি মারওয়াত জেলায় সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সংবাদ মাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সন্ত্রাসী হামলায় কনস্টেবল খান নবাব শহীদ ও দিল জান নিহন হন। জানা যায়, পাখতুনখোয়ায় পুলিশ কনস্টেবল শাহ নেওয়াজ, আসলাম খান, খান নবাব, লেভিস কর্মকর্তা বিসমিল্লাহ, ফ্রন্টিয়ার কনস্টেবুলারি কর্মকর্তা আব্দুল্লাহ এবং গাড়ি চালক ঈদ জান ট্যাংকের কোট আজমে আদমশুমারির কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পুলিশ ভ্যান লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে খান নবাব গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি ৫ জন আহত হন। আহত কর্মকর্তারা পাল্টা জবাব দেন এবং হামলাকারীদের পিছু হটতে বাধ্য করেন। এদিকে, ঘটনার পর পুলিশের একটি নতুন দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালের ট্যাঙ্কে নেওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। এদিকে, সদর থানার কাছে লাকি মারওয়াতের পারওয়ালা গ্রামে আরেকটি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমশুমারির দায়িত্বে নিয়োজিত কনস্টেবল দিল জান ঘটনাস্থলেই নিহত হন। তবে ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।