রাজধানীতে পার্কিং করা প্রাইভেটকারে দুই লাশ
১১ আগস্ট, ২০২৫ | ৫:৪১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে দুদিনেও গাড়ি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা আজ গাড়িটির সামনে আসলে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।