সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জীবনে এসেছে নতুন আলো। গত ১৫ জুলাই স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। মাতৃত্বের এই নতুন অধ্যায় বর্তমানে ভরপুর উপভোগ করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন— ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ পোস্টটি দেখে স্পষ্ট, নবজাতককে ঘিরে কিয়ারার ভালোবাসা ও কৃতজ্ঞতার গভীরতা। মুহূর্তেই বার্তাটি ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সদ্য মা হওয়ার পর ১ আগস্ট কিয়ারা উদযাপন করেছেন নিজের ৩৪তম জন্মদিন। সেদিনও সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন— ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তাতেও প্রকাশ পেয়েছে মাতৃত্বের উচ্ছ্বাস। ২০২৩ সালে বিয়ের পর থেকেই ভক্তরা এই দম্পতির জীবনে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা কাজ থেকে বিরতি নেন এবং পুরো সময়টুকু মাতৃত্বের প্রস্তুতিতে কাটান। এ সময় কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও তিনি নজর কাড়েন। এদিকে মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন কিয়ারা। হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রীর নতুন সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।