বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল
৯ আগস্ট, ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

গেল বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছিলেন কিউরেটর টনি হেমিং। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় দূরে সরে গিয়েছিলেন। তবে আলোচিত এই কিউরেটরকে ফের নিয়োগ দিয়েছে বোর্ড। এ যাত্রায় বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। বিসিবির পিচ দেখা-শোনার পাশাপাশি বিসিবির অন্য কিউরেটরদেরও সাহায্য করবেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এছাড়া বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টে হিসেবে দায়িত্ব পালন করবেন টনি হেমিং সিদ্ধান্ত হয়েছে। এদিকে মিরপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, সময় বলবে গামিনী থাকছে কি থাকছে না। এখন যে জিনিসটা হচ্ছে গামিনীর ১ বছর এক্সটেনশন করা হয়েছে ২ মাসের টার্মিনেশন নোটিশ দেয়াতে।