২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

ভারতে অবৈধ অনুপ্রবেশের পর দীর্ঘদিন সাজা ভোগ শেষে ৫ নারীসহ ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে আছেন- নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাগাড়ি থানার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোর সদর থানার কাশফিয়াতুন নুর (১৭) ও জামালপুরের সরিষাবাড়ী থানার মো. শামীম (৩৫)। তাদের হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিল। তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ জন বাংলাদেশিকে ভারতীয় কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।