বন্ধুত্বের বার্তা নিয়ে ভারত সফরে আসছেন পুতিন

গত কয়েক বছরে আরও নিবিড় হয়েছে নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক। আমেরিকা সহ পশ্চিমি দেশগুলির চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়েছে ভারত। এই অজুহাতে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই আবহে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের শেষের দিকে নয়াদিল্লি সফরে আসছেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। এর আগে জানা গিয়েছিল যে, চলতি আগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। কিন্তু পরে তা সংশোধন করা হয়। এ মাসে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাবনা নেই। সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও চলতি বছরের শেষের দিকে তার ভারতে আসার সম্ভাবনা। তার সফরকালে দু’দেশের মধ্যে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এদিকে, পুতিনের আগামী সফর ঘিরে নয়াদিল্লি খুব আগ্রহী বলে রাশিয়ার জাতীয় নিরাপত্তা সচিব সেরগেই শোইগুকে জানিয়েছেন দোভাল। বর্তমানে মস্কো সফরে রয়েছেন দোভাল।