চকরিয়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের এক যাত্রীর পায়ুপথ থেকে ১৯০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে বসানো পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজাদ (৩৭)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কাঞ্চনপুর এলাকার নুরুল আমিনের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস থামিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে নামিয়ে নেয় পুলিশ। ওসি বলেন, পরে ওই যাত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে পেটের ভেতরে করে তিনি অভিনব কায়দায় ইয়াবা নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ গ্রেপ্তারকৃত আসামি মোঃ আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আসামিকে ঔষধ সেবন করানো হলে তাৎক্ষণিক তাঁর মলত্যাগ শুরু হয়। একপর্যায়ে তাঁর পায়ুপথ দিয়ে ১৯০০ পিচ ইয়াবা বড়ি বের হয়ে আসে। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে এব্যাপারে চকরিয়া থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।