পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু

৬ আগস্ট, ২০২৫ | ৯:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে আইয়ামে সিয়াহ বা কলো দিবস হিসেবে পালন করছেন পিটিআই নেতাকর্মীরা। ‘ইমরানকে মুক্ত করো’ নামে কঠোর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। যদিও রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবুও যে কোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি। পিটিআই সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই তাদের বিক্ষোভ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় ও সিনেট সদস্যরা আদিয়ালা জেলগেটের বাইরে একত্রিত হবেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন ইমরানের বোন আলিমা খান এবং সার্বিক সহযোগিতা করেন পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা। পাঞ্জাব, সিন্দ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াসহ আজাদ কাশ্মীরেও দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। প্রতিবাদ কর্মসূচি চলাকালে লাহোর পুলিশ পিটিআইর কমপক্ষে ৩০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ছয় এমপিএও (প্রাদেশিক পরিষদের সদস্য) রয়েছেন। তবে পিটিআইর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাহোরে ৩০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে এবং দলীয় নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ডন জানায়, সামাজিক মাধ্যম এক্সে দলের সদস্যদের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় পদক্ষেপের সমালোচনা করে পিটিআই পাঞ্জাব শাখা বলেছে, বয়স্ক সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এক্সে পোস্ট করে পিটিআই ইসলামাবাদ জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দারকে আইওয়ান-ই-আদল থেকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। আসাদ কায়সার জানান, ‘পিটিআইর প্রাদেশিক শাখাগুলোকে সমাবেশ, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া সরকার অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। জনগণের অধিকার যে, তাদের প্রকৃত প্রতিনিধিরা সংসদে বসবেন। ৫ আগস্টের এই বিক্ষোভ দলটির প্রধান ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।’ এদিকে, পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির সিনেটর আলী জাফরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশ প্রায় ২০০টি অভিযান চালিয়ে দলীয় কর্মীদের তুলে নিয়ে গিয়েছিল, যাদের হলফনামা জমা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, সংবাদ সম্মেলনে সিনেটর জাফর ইঙ্গিত দেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছিলেন; কিন্তু রাজনীতিতে সিদ্ধান্ত পরিবর্তন হয়।