রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হলুদ কসটেপে পেঁচানো ককটেলের বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে রাস্তায় রাত ১১টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তিনি বলেন, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খামারবাড়ি খেঁজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। কে বা কারা ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ককটেল বিস্ফরণের পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা করা ককটেল ছুড়েছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।