ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা

ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়িতে রাশিয়ার ড্রোন ও মিসাইল আঘাত হেনেছে। এতে তার বাড়িটি বিধ্বস্ত হয়। একই সময় কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আরের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া। তবে সেই হামলাতেই ইসরায়েলির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা স্পষ্ট করেননি সা’আর। ধারণা করা হচ্ছে, কিয়েভে আঘাত হানা বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশ্ববর্তী হওয়ায় তার বাড়িটিও বিধ্বস্ত হয়। সা’আর কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা করেছেন। ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর জানান, কিয়েভের বেশ কয়েকটি জেলায় রাশিয়ার সাম্প্রতিক হামলা নিন্দনীয়। যার ফলে একজন ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সা’আর এক্স-এ লিখেছেন, আমি কিয়েভে আবাসিক এলাকায় রাশিয়ার হামলার নিন্দা করছি। যার ফলে বিপুল ও মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। আমি ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সচিবের সাথে কথা বলেছি। তার বাড়িতে হামলা হয়েছে। সা’আর আরও বলেন, আমরা একটি টেকসই এবং স্থায়ী শান্তির আহ্বান জানাই। যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। সা’আর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার দুই সপ্তাহ পরে এই মন্তব্য করতে বাধ্য হলেন। ওই বৈঠক শেষে তিনি ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং ইউক্রেন ইরানের হুমকির ব্যাপারে একটি কৌশলগত সংলাপ শুরু করেছে। বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ইসরায়েল। সংবাদমাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩১ জুলাই) চালানো ওই হামলায় এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৫৯ জনেরও বেশি মানুষকে আহত অবস্হায় পাওয়া গেছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাতভর অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল এবং এখনো চলছে। স্বিয়াতোশিনস্কি জেলায় নিহতদের মৃতদেহ উদ্ধার চলছে।