মিয়ানমারে ৪ বছরের জরুরি অবস্থার অবসান, ডিসেম্বরে নির্বাচন

১ আগস্ট, ২০২৫ | ৬:৩১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মিয়ানমারে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সামরিক জান্তা সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর জারি হওয়া টানা জরুরি অবস্থার অবসান ঘটল। খবর: রয়টার্স রয়টার্স জানায়, জান্তাপ্রধান মিন অং হ্লাইং এখন অন্তর্বর্তী প্রেসিডেন্টের পাশাপাশি বর্তমানে তাতমাদো প্রধান হিসেবেও নিজেকে বহাল রেখেছেন। বুধবার তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো এ ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব এমআরটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব পদক্ষেপের সমালোচনা করছে। এক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারের ক্ষমতা পুরোপুরি দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী (তাতমাদো)। সেই সঙ্গে, জরুরি অবস্থা জারি করা হয়। এর পর থেকেই দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়, যা এক পর্যায়ে রূপ নেয় গৃহযুদ্ধে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি এর পর থেকেই মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিন বছরের বেশি সময় পর জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা এলো।