নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

২৯ জুলাই, ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

প্রথমবারের মতন মেয়েদের এশিয়ান কাপ নিশ্চিত করে ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার এই আসরে ড্রতে কঠিন এক গ্রুপে পড়েছে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমাদের দল। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয় এশিয়ান কাপের ড্র। আগামী ২০২৬ সালের মার্চে আসরে ১২ দলের মধ্যে কে কোন গ্রুপে খেলবে ঠিক হয় এই ড্রতে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে আছে মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার দ্বিতীয় সেরা উত্তর কোরিয়া, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন ও উজবেকিস্তান। গ্রুপের তিনটি দলই শক্তি-সামর্থ্যে ও ফুটবল ঐতিহ্যে বাংলাদেশ থেকে এগিয়ে। স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইনস। ‘সি’ গ্রুপে জাপান, ভিয়েতনাম, চাইনিজ থাইপের সঙ্গে আছে ভারত। এই ড্র অনুষ্ঠানে অংশ নেওয়া সবগুলো দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বাংলাদেশের কেউ ছিলেন না। আমন্ত্রণ জানানো হলেও কোন নারী ফুটবলারকে অস্ট্রেলিয়ায় পাঠায়নি বাফুফে।