এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?

২৭ জুলাই, ২০২৫ | ৬:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

অবশেষে অপেক্ষার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নকভি শনিবার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে জানালেন এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি। এরপর প্রকাশিত হয়েছে ‍পুরো আসরের সূচি। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই আসর মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত যেখানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে। এবারের আসরে গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এক হাইভোল্টেজ লড়াই। এবং ১৬ তারিখ গ্রুপ পর্ব শেষ করবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো: ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং এই গ্রুপ থেকেই সুপার ফোরে যাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও আফগানিস্তান, ফলে দ্বিতীয় ম্যাচটি কার্যত গ্রুপ ফাইনাল হিসেবে ধরা যেতে পারে। ২০২৩ সালের আসরের মতো এবারও দলটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে মরিয়া থাকবে। ভারত-পাকিস্তান ধামাকা আবার! এশিয়া কাপে সবচেয়ে বড় উত্তেজনার নাম—ভারত বনাম পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর, যা হবে গ্রুপ ‘এ’-র সবচেয়ে আলোচিত ম্যাচ। একই গ্রুপে আছে ইউএই ও ওমান। এই ফরম্যাট অনুযায়ী দুই দলই সুপার ফোরে উঠলে আবার দেখা হবে; এমনকি সম্ভব হলে ফাইনালেও! সম্ভবত তিনবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী: গ্রুপ পর্ব (১৪ সেপ্টেম্বর) সুপার ফোরে ফাইনালে (যদি উভয় দল সেখানে পৌঁছায়) এই এশিয়া কাপ আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম। এশিয়ার শীর্ষ ৮ দলকে নিয়ে এই আয়োজন এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করা যায়। গ্রুপ বিন্যাস: গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ইউএই, ওমান গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং বাংলাদেশ দল কি পারবে সুপার ফোরে জায়গা করে নিতে? শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই শক্ত প্রতিপক্ষ হলেও সাম্প্রতিক ফর্ম আর তারুণ্যের জোয়ারে আত্মবিশ্বাসী টাইগাররা! আর ভারত-পাকিস্তান লড়াই ঘিরে থাকছে বিশ্বব্যাপী উন্মাদনা—যা পুরো এশিয়া কাপকে রূপ দেবে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মহারণে।