পাকিস্তানে টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

২৬ জুলাই, ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পাকিস্তানের জিও নিউজ জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখের বরাতে বলছে, রাজপুতের ১৫ বছর বয়সি মেয়ে দাবি করেছে যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেয়া ব্যক্তিরা বিষ প্রয়োগ করেছে। রাজপুতের মেয়ের দাবি, সন্দেহভাজনরা তার মাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শারীরিক সহিংসতার কোনও চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। তারা আরও জানিয়েছে, তারা কোনও ষড়যন্ত্র জড়িত কিনা তা নির্ধারণের জন্য একাধিক সূত্র অনুসন্ধান করছে।