ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

২৩ জুলাই, ২০২৫ | ৫:৪৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ভারতের দিল্লিতে দেশটির এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে আগুন ধরেছে। আজ মঙ্গলবার হংকং থেকে ভারতে আসা ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণের সময় এর পেছনের দিকে আগুন ধরে যায়। যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উড়োজাহাজের সামান্য ক্ষতি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ নামের ওই ফ্লাইটের অক্সিলারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। ওই সময় বিমানবন্দরটির গেটের কাছেই ছিল এটি। এ ঘটনায় বিবৃতিও দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৩১৫ অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই একটি সহায়ক পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। যাত্রীরা যখন নামতে শুরু করেছিলেন তখনই এই ঘটনা ঘটে এবং সিস্টেম ডিজাইন অনুসারে এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।’ এতে ক্ষয়ক্ষতির ব্যাপারে ওই মুখপাত্র জানান, ‘বিমানের কিছু ক্ষতি হয়েছে; তবে যাত্রী এবং ক্রু সদস্যরা স্বাভাবিকভাবে অবতরণ করেছেন এবং নিরাপদে আছেন। আরও তদন্তের জন্য বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে এবং নিয়ন্ত্রককে যথাযথভাবে অবহিত করা হয়েছে।’ সোমবার দুটি ভিন্ন বিমান দুর্ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে উড্ডয়ন বাতিল করতে হয়েছে। আরেকটি ঘটনায় কোচি থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৪৪ মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, ‘বিমানটি নিরাপদে গেটে পৌঁছেছে এবং সব যাত্রী এবং ক্রু সদস্যরা তখন থেকে অবতরণ করেছেন। বিমানটিকে তদারকির জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।’