বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। তবে এখন শঙ্কামুক্ত। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন তিনি। ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি বলেন, ‘গতকাল তাকে (ফরিদা পারভীন) নিয়ে আমরা বাসায় ফিরেছি। এখন অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন।’ ফরিদা পারভীনকে নিয়ে গুজব, হাসপাতালে কেমন আছেন শিল্পী?ফরিদা পারভীনকে নিয়ে গুজব, হাসপাতালে কেমন আছেন শিল্পী? দীর্ঘদিন ধরে লিভারের রোগ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ফরিদা পারভীন। সাম্প্রতিক বছরে তিন দফায় আইসিইউ-তে ভর্তি হতে হয়েছে তাঁকে। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্তের পর সর্বশেষ ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে শিল্পীকে আইসিইউ-তে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন এই গুণী।