মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনায় নির্বাক পুরো দেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। জাতীয় এই দুর্যোগে ইউনূস সরকারের জুলুম-নির্যাতন সয়েও তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা নেয় বাংলাদেশ ছাত্রলীগ। দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী এই ছাত্রসংগঠনটি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসাসেবা ও রক্তের ঘাটতি পূরণে মাঠে নামে। ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত ও বিশুদ্ধ পানি নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে যান। অনেকেই সরাসরি রক্তদান করেন, কেউ কেউ হাসপাতাল চত্বরে ফেস্টুন হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে রক্তদানের আকুতি জানান। নিজেরাও রক্ত দেন। বিতরণ করেন বিশুদ্ধ খাবার পানি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সারাদেশের নেতাকর্মীদের দুর্যোগ মোকাবেলায় এই মানবিক কাজে অংশ নিতে আহ্বান জানান। তাদের এ আহ্বানে সাড়া দিয়ে রাজধানী ছাড়াও বিভিন্ন স্থানে রক্তদান ক্যাম্পেইনে নামেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। অতীতেও ছাত্রলীগ বিভিন্ন দুর্যোগে দেশব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। করোনাকালে রোগীদের সেবায়, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে এবং রক্ত সংকটে জীবন রক্ষায় ছাত্রলীগের স্বেচ্ছাশ্রম নজর কেড়েছিল সবার। দিয়াবাড়ির সাম্প্রতিক বিমান দুর্ঘটনাতেও তাদের একই ধরনের তৎপরতা আবারও প্রমাণ করেছে ছাত্রলীগ কেবল রাজনৈতিক আদর্শের বাহক নয়, বরং জাতীয় সংকটে মানুষের পাশে থাকা একটি দায়িত্বশীল মানবিক সংগঠন। ছাত্রলীগের এমন ভূমিকা বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন প্রশংসা করেছেন। তবে ছাত্রলীগের এই মানবিক প্রয়াসে বাধা হয়ে দাঁড়ায় বিএনপি ও গুপ্ত সংগঠন জামায়াত-শিবির। জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা হাসপাতালে পরিকল্পিতভাবে ভিড় করে চিকিৎসাসেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে এবং ছাত্রলীগের কর্মীদের লক্ষ্য করে মব সৃষ্টির অপচেষ্টা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষজন তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং বিশৃঙ্খলাকারীরা বাধ্য হয় পিছু হটতে। জাতীয় এই সংকটময় মুহূর্তে ছাত্রলীগের মানবিক ও কার্যকর পদক্ষেপ যেমন জনসাধারণের প্রশংসা অর্জন করেছে, তেমনি দুর্যোগের সময় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে সচেতন মহল। শিক্ষার্থীদের জীবনের প্রশ্নে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য আর ছাত্রলীগ সেই কর্তব্যে সফলভাবে নিজেদের নিয়োজিত করে মানবিক বাংলাদেশ গঠনে আবারও অবদান রাখায় প্রশংসা করছেন সুধীমহল।