‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’

২২ জুলাই, ২০২৫ | ৫:৩১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পরীক্ষা শেষে করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষ থেকে বের হচ্ছিল শিক্ষার্থী ফারহান হাসান (১০)। ঠিক তখনই ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট। ফারহান বলে, ‘আগুনে জ্বলতে থাকা বিমানটি আমার চোখের সামনেই ভবনে আছড়ে পড়ে।’ ফারহানের এই সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি। বাবা ও চাচার পাশে দাঁড়িয়ে ফারহান বলে, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও পরীক্ষার হলে ছিল। সে আমার চোখের সামনেই মারা গেল।’ সোমবার বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন, মাইলস্টোনের ফটকের সামনে অনেক অভিভাবক ভিড় করেছিলেন। কারণ, স্কুল ছুটির পর অনেক শিশু ছোটাছুটি করে ফটকের দিকে যাচ্ছিল। কলেজ শাখার এক শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘আমি সরাসরি বিমানটিকে ভবনে আছড়ে পড়তে দেখেছি।’ আরেক শিক্ষক মাসুদ তারেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দ শুনি। পেছনে ফিরে দেখি শুধু আগুন আর ধোঁয়া। এখানে তখন অনেক অভিভাবক আর ছোট শিশুরা ছিল।’ সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট জনবহুল এলাকা এড়িয়ে বিমানটি ফাঁকা স্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন। বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু মানুষ।