মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড়

২২ জুলাই, ২০২৫ | ৫:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

গতকাল বিমান দুর্ঘটনার পর আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শত শত মানুষ আসছেন দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটি দেখতে। আজ মঙ্গলবার ভোর থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন। কেউ বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়াচ্ছেন সামনে দাঁড়াচ্ছেন। ছবি বা ভিডিও করছেন অনেকে। এছাড়া এই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও আসছেন। সোমবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সহপাঠীদের জন্য শোক প্রকাশ করছে শিক্ষার্থীরা। মাইল স্টােন স্কুলের গেটের সামনে দায়িত্ব পালনরত কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোমবার রাতভরই মানুষের ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে এই ভিড় আরও বেড়ে যায়। এই এলাকার মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকেও মানুষ আসছেন। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে দেখা গেছে, কয়েক হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। স্কুলের সামনের মাঠে জড় হয়েছেন তারা। তাদের পাশে কিছু শিক্ষার্থী জড়ো হয়ে ব্যানার ফেস্টুন হাতে সহপাঠীদের নির্মম মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাইছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফিয়া বলে, তাদের সহপাঠীর এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এদিকে উৎসুক মানুষের ভিড় সামলাতে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরাও কয়েক দফায় প্রতিষ্ঠানটির প্রবেশ গেট বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেই আবার অনেকেই ভেতরে আসা-যাওয়া করছেন।