বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয়

২২ জুলাই, ২০২৫ | ৮:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। এক বিবৃতিতে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিরীহ ছাত্রছাত্রী ও কর্মীদের জীবন কেড়ে নেওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এটি এক অকল্পনীয় ট্র্যাজেডি।” সজীব ওয়াজেদ আরও বলেন, “প্রিয় সন্তানদের হারানো পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর সমবেদনা জানাচ্ছি। এই অসম্ভব কষ্টের সময়ে কোনো শব্দই সান্ত্বনা দিতে পারে না। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যাতে তারা সর্বোচ্চ চিকিৎসাসেবা পান।” তিনি আরও যোগ করেন, “এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।” শোকবার্তায় তিনি দেশের সকল নাগরিক, বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “আপনারা একা নন। আমরা আপনাদের দুঃখে একাত্ম। ন্যায়বিচার, নিরাপত্তা ও জবাবদিহিতার জন্য আমরা একসঙ্গে দাঁড়িয়েছি।” পরিশেষে তিনি বলেন, “বিদেহী আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।” উল্লেখ্য, আজ সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে হতাহতের এ মর্মান্তিক ঘটনা ঘটে।