মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ!

হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে ক্রিস্টোফার নোলান নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে আগামী বছরের ১৭ জুলাই। কিন্তু সিনেমা মুক্তির এক বছর আগে বিক্রি শুরু হওয়া প্রথম শোয়ের টিকিট মাত্র ৩ মিনিটে শেষ হয়ে গেছে! সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের খবরে বলা হয়, হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে তৈরি হচ্ছে এই বিগ বাজেটের সিনেমা। এতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করছেন ম্যাট ড্যামন, আর তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় থাকছেন টম হল্যান্ড। তারকাবহুল এই সিনেমায় আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, জন বার্নথাল, বেনি সাফডি, জন লেগুইজামো ও এলিয়ট পেজ। নোলানের ‘দ্য ওডিসি’ ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবি, যার পুরো শুটিংই হয়েছে আইম্যাক্স ফিল্ম ক্যামেরায়। আইম্যাক্স প্রযুক্তির এই যাত্রা শুরু হয়েছিল তারই পরিচালিত অ্যাকশনধর্মী ‘দ্য ডার্ক নাইট’ দিয়ে। পরে ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘টেনেট’-এর কিছু দৃশ্যে ব্যবহৃত হয় এই প্রযুক্তি। তবে ‘দ্য ওডিসি’-তে প্রথমবারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমাজুড়ে থাকছে আইম্যাক্স ৭০ মিলিমিটার ক্যামেরার আধুনিকতম রূপ, যা দর্শকদের উপহার দেবে এক অনন্য ও বিস্তৃত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এদিকে এক বছর পর মুক্তি পেতে যাওয়া নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার প্রথম আইম্যাক্স শোয়ের টিকিট কিনতে দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার ১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ ১৪টি শহরে এবং কানাডা, লন্ডন, প্রাগ ও মেলবোর্নে প্রথম শোয়ের টিকিট অনলাইনে ছাড়া হয়। অবিশ্বাস্যভাবে ৩ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। আরও অবাক করা বিষয় হচ্ছে, বিভিন্ন ই-কমার্স সাইটে এসব টিকিট এখন পুনরায় ৩০০ থেকে ৪০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩৬ থেকে ৪৮ হাজার টাকা) বিক্রি হচ্ছে, যেখানে আসল টিকিটের দাম গড়ে ২৫ থেকে ২৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ হাজার টাকা) এদিন মধ্যরাতে আইম্যাক্স তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা দেয়, ছবির ৭০মিমি সংস্করণের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রায় ১৫ লাখ ডলারের টিকিট বিক্রি শেষ। লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাগৃহে মাত্র ১ মিনিটেই টিকিট শেষ, যা সাম্প্রতিককালে কোনো সিনেমার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত টিকিট বিক্রির রেকর্ড বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির এই আগাম সাফল্য নিশ্চিত করছে, ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পেতে যাওয়া এই সিনেমা হতে চলেছে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল ছবি। নোলানের আগের ছবি ‘ওপেনহাইমার’ আইম্যাক্সে বিপুল সাফল্য পেয়েছিল। ওই সিনেমায় ৯৭৫.৮ মিলিয়ন ডলার আয়ের মধ্যে প্রায় ১৯০ মিলিয়ন ডলার এসেছিল শুধু আইম্যাক্স শো থেকে। ‘দ্য ওডিসি’র বাজেট ২৫০ মিলিয়ন ডলার, যা নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।