কক্সবাজারে চুরি করতে বাসায় ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

১৭ জুলাই, ২০২৫ | ৯:১৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চকরিয়া পৌরসভা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনা সংঘটিত হওয়ার সময় উক্ত পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। খবর পেয়ে ভোরে ভুক্তভোগীর স্বামী কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় গিয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর বরাতে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে। তার হাতে ছিল ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান চকরিয়া থানার ওসি। তিনি জানান, ঘটনার সময় ঘরে থাকা তার দুটি ছোট শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর তাদের কান্নাকাটির শব্দে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং ভুক্তভোগীর স্বামীকে খবর দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন পুলিশ সদস্যের পরিবারও নিজ গৃহে নিরাপদ নন। চুরি-ডাকাতির সাথে ধর্ষণ করতেও দ্বিধাবোধ করছে না দুর্বৃত্তরা।