ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়?

বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর নিয়ে আয়োজিত প্রথমবারের মতো ৩২ দলের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। জমকালো ফাইনালে চেলসি ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইনকে। তবে আসল প্রশ্ন হলো—এত আলোচিত এই টুর্নামেন্টকে কি সফল বলা যায়? ফাইনালে চেলসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কোল পালমার। দুটি গোল করেছেন, করিয়েছেন একটি। কিন্তু মাঠের খেলায় যতটা উত্তেজনা, মাঠের বাইরের হিসাব-নিকাশে বিষয়টা ততটা সরল নয়। ফিফা সভাপতির ভাষায় ‘সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? টুর্নামেন্ট শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এটিকে “বিশ্বের সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা” বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, আয়োজনে বিপুল আয় হয়েছে—প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার। গড় টিকিট বিক্রির হারও সন্তোষজনক ছিল। মার্কিন বাজারে টুর্নামেন্ট আয়োজনের কারণে নতুন দর্শক তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? ক্লাব বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন? মার্কেটিং ও ব্রডকাস্টে চূড়ান্ত সফলতা ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? বিশ্বজুড়ে ম্যাচ সম্প্রচারে অভাবনীয় সাড়া মিলেছে বলেও দাবি তার। প্রায় ১৮০টি দেশে ম্যাচ দেখা গেছে সরাসরি। বড় বড় ব্র্যান্ড স্পনসর হয়েছে টুর্নামেন্টে। দর্শকদের আগ্রহ, টিকিট বিক্রি, এবং বিজ্ঞাপন রাজস্ব—সব মিলিয়ে মার্কেটিং দিক থেকে টুর্নামেন্টটি সফল বলেই ধরা যাচ্ছে। তবে যে দিক থেকে সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা। সেই মাঠের খেলাতে কি অবস্থা? ফুটবলের অন্তরাত্মা কি সন্তুষ্ট? অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আসলেও সমালোচনার জায়গা রয়েছে বিস্তর। ইউরোপীয় ক্লাবগুলোর একচেটিয়া আধিপত্যে প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। আফ্রিকা, এশিয়া বা উত্তর আমেরিকার ক্লাবগুলো প্রায় ম্যাচেই হেরেছে। একটি মাত্র ব্যতিক্রম বাদে ইউরোপ বা দক্ষিণ আমেরিকার বাইরে কেউ কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি। ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? এ ছাড়া দীর্ঘ ক্লাব মৌসুমের শেষে অতিরিক্ত ম্যাচ খেলার ফলে ক্লান্তি ও ইনজুরির শিকার হয়েছেন বেশ কিছু খেলোয়াড়। খেলোয়াড় ইউনিয়ন ও বিভিন্ন ফুটবল সংগঠন টুর্নামেন্টের সময়সূচি ও ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছে। ভেন্যু ও পিচ নিয়ে প্রশ্ন মেটলাইফ স্টেডিয়ামের পিচ নিয়ে কিছু খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেছেন। গরম আবহাওয়া ও অস্থায়ী পিচের মান নিয়ে কিছু ম্যাচে খেলা হয়েছে সাবধানতার সঙ্গে। ভবিষ্যতের জন্য ফিফার চিন্তার জায়গা ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে একই ফরম্যাট রাখার কথা বলেছে ফিফা। তবে বিশ্লেষকেরা বলছেন, ফরম্যাটে কিছু পরিবর্তন ও প্রতিযোগিতামূলক ভারসাম্য আনাই হবে টুর্নামেন্টের ভবিষ্যতের জন্য জরুরি। তাহলে উত্তর কী? ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ বাণিজ্যিকভাবে সফল, কিন্তু ক্রীড়াগত ও নৈতিক দিক থেকে এখনও প্রশ্নবিদ্ধ। প্রথম সংস্করণ হিসেবে এটিকে সফল বলা যেতে পারে, তবে ফুটবলের সার্বজনীনতা ও খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে এ সফলতার স্থায়িত্ব নিয়েই উঠবে প্রশ্ন। পাঠকের কাছে প্রশ্ন এই টুর্নামেন্ট কি ফুটবলের জন্য আশীর্বাদ, না কি শুধুই আরেকটি অর্থকেন্দ্রিক আয়োজন হয়ে দাঁড়ালো?