সাতক্ষীরায় এনসিপির নিউজ কাভারে গিয়ে ৬ সাংবাদিকের হিটস্ট্রোক

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচি কাভার করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন জেলার ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। হিট স্ট্রোকে আক্রান্ত সাংবাদিকরা হলেন, এখন টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আহসানুর রাজীব, যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আকরামুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস, ইব্রাহিম, ইয়ারুল ও নাহিদ। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা অবদি সাংবাদিকেরা কাঠফাটা রোদে প্রচণ্ড গরমের মধ্যে দাড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।