কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন

১১ জুলাই, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

নগরের কর্ণফুলী ইপিজেড এলাকায় জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।