পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা
১০ জুলাই, ২০২৫ | ৫:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২। এর মধ্যে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়রা। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫,৫১,০৭৭ জন। মেয়েদের মধ্যে পাসের হার ৭০. ৬৭ শতাংশ। অন্যদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন ৬,৯৯,৫৫৩ জন। ছেলেদর মধ্যে পাস করেছেন ৪,৫৫,৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাসের হার ৬৫. ১১ শতাংশ। এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাস করেছেন এবং ৮,২০০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন।