আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত
                     ১০ জুলাই, ২০২৫ | ৯:০৫ পূর্বাহ্ণ
                  
                  
                                        
                        ডেস্ক নিউজ                    , ডোনেট বাংলাদেশ
                
                   
                  
					 আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) মাদ্রাসা শিক্ষাবোর্ডের সারাদেশের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
