এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা
১০ জুলাই, ২০২৫ | ৫:০৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। স্থানীয় সময় বুধবার এক্সে দেওয়া একে পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে তিনি বলেন, ''বাকস্বাধীনতা রক্ষা এবং এক্সকে 'এভরিথিং অ্যাপে' রূপান্তরিত করার মতো গুরুদায়িত্ব অর্পণ করার জন্য আমি মাস্কের প্রতি কৃতজ্ঞ।'' সেই পোস্টে মন্তব্য করেছেন ইলন মাস্কও। সংক্ষিপ্ত বাক্যে মাস্ক বলেন, ‘আপনার অবদানের জন্য ধন্যবাদ।’ প্রসঙ্গত, লিন্ডা ইয়াকারিনো ২০২৩ সালের জুন থেকে এক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এর আগে এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান ছিলেন। সূত্র: বিবিসি