ভারতের না, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, দল ঘোষণা

৮ জুলাই, ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরের কথা থাকলেও মোদি সরকারের অনিহার কারণে সেটা আর হচ্ছে না। তবে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ম্যান গ্রিনরা। তিন ম্যাচের আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার সালমান আলি আঘা। তবে চোটের কারণে দলে নেই নিয়মিত সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার হারিস রউফ। দলের সবচেয়ে উল্লেখযোগ্য চমক হল সালমান মির্জা। পিএসএলের নবম আসরে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। মাত্র ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে পড়েছেন এই পেসার। তার গড় ছিল ১৫.০০ আর ইকোনমি রেট ৯.৬৪। এদিকে এবারের সিরিজেও পাকিস্তানের স্কোয়াডেই থাকছেন না তিন সিনিয়র ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে এবারও টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হয়নি। পাকিস্তান দল ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, সবগুলোই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। এ বছরের মে মাসেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার ঢাকায় মুখোমুখি হচ্ছে দুই দল। পাকিস্তান স্কোয়াড : সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।