শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার

৮ জুলাই, ২০২৫ | ৮:৫৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

প্রতিবারের মতোই আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ২০২৬ সালের ঈদ উপলক্ষে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। জানা গেছে, গেল বুধবার রাতে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই পোস্ট করে খবরটি নিশ্চিত করেন। এদিকে, এই ঘোষণা ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটো কার্ড, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। ফটো কার্ডে আরও দেখা যায়, মোশাররফ করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে, শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে এবং মধুমিতা থাকছেন প্রধান নারী চরিত্রে। এই তথাকথিত কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিজের ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে তিনি পরিচালককে ট্যাগ করে লেখেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে নারী চরিত্রে অভিনয় করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’ তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের অচল নায়িকাদের এনে পর্দায় তোলা হচ্ছে কেন? বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুশি—এরা সবাই তো ভালো অভিনয় জানেন, তবু বেকার বসে আছেন।’ আরেকজন লেখেন, ‘একদম একমত! তবে মধুমিতা কেন? কলকাতা বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই?’ এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দর্শকমহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত কাস্টিংয়ে সত্যিই মধুমিতা থাকছেন কিনা, নাকি এটি নিছক গুজবেই সীমাবদ্ধ থাকবে।