শেখ হাসিনার কারাদন্ডের প্রতিবাদে নিউইয়র্কে আ.লীগের বিক্ষোভ

৪ জুলাই, ২০২৫ | ৬:১৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করে। গত ২ জুলাই রাত ৯টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা এই সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দখলদার খুনি ইউনুস সরকারের সাজানো মামলায় অবৈধ অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ,সোলাইমান আলী,আশরাফ উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন,ইমদাদ রাজু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, নিউইযর্ক মহানগর আওযামী লীগের সভাপতি রফিকুর রহমান,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, সম্পাদক মন্ডলের সদস্য শিকদার নাহিদ,শাহানারা রহমান, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহ বখতিয়ার,জুয়েল আহমেদ, হাকিকুল ইসলাম খোকন,সাদেকুল বদরুজ্জামান পান্না, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান,হৃদয় হোসেন. অবৈধ ভাবে ক্ষমতায় আসা ড. ইউনুসের পদত্যাগ চেয়ে বক্তরা বলেন, অবৈধ ইউনুসের ক্যাংগারু কোর্ট কর্তৃক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬ মাসের অবৈধ সাজা দেয়া হয়েছে,বাংলাদেশের মানুষ এই রায় ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করেছে। উল্লেখ্য, আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।