বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ
৩ জুলাই, ২০২৫ | ৮:১৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটি নেতা কর্মীরা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে। তিনি জানান, এরপরই তাঁরা বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে ককটেল বিস্ফোরণ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১০টার বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।