সকালটা শিশুদের বিকালটা সবার

৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

প্রথম ছুটির দিনের সকালটা শুরু হয় শিশুদের উচ্ছ্বাসে। নিরিবিলি পরিবেশে খোলা আকাশের নিচে ওরা শিশুচত্বরে আনন্দঘন সময় কাটিয়েছে। বাবা-মায়ের হাত ধরে এসে কিনেছে পছন্দের বই। রূপকথা, ছড়া, গল্প, বিজ্ঞান থেকে শুরু করে ডাইনোসর বা ছবি আঁকার বই-সবই কিনেছে তারা বিকেলটা ছিল সবার। বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার পাঠক আর বইপ্রেমীর মিলনমেলায় পরিণত হয় বইমেলা। বইয়ের বিকিকিনি, প্রকাশনা উৎসব, কফির আড্ডা-সব মিলিয়ে মেলা জমে যায়। তবে এদিন সন্ধ্যার পর বইমেলার জনারণ্যে এবারের বিন্যাসের পরিসর কমের বিষয়টি স্পষ্ট হয়। অনেকেরই চলাচল করতে অসুবিধা হচ্ছিল। প্রথমা প্রকাশনে এদিন এসেছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, বইমেলা ভালো হয়েছে। বইয়ের বিক্রির দিক দিয়ে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। কিন্তু স্টল বিন্যাসের পরিসর সুন্দর হয়নি। গলি গলি মনে হচ্ছে। কোনো ডিজাইনার বা প্রকৌশলীর পরামর্শ নিয়ে করা হয়েছে বলে মনে হয়নি। এখন তো আরবান ডিজাইনার আছেন। বাংলা একাডেমি চাইলে তাদের পরামর্শও নিতে পারত। একই সুর তুলে অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, ভালো মেলা হবে সেটা আমরাও বলছি। কিন্তু হাঁটাচলার পথগুলো প্রশস্ত নয়। সামনের দিনগুলোতে এটা আরও ভোগাবে। শুক্রবার বিকালে কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল সিসিমপুরের কিডস কর্নার উদ্বোধন করেন। এদিন অমর একুশে গ্রন্থমেলার বইমোড়ক উন্মোচন মঞ্চে চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বইগুলো হলো-বঙ্গবন্ধুর গ্রন্থাবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা রিমা নাইচের কাব্যগ্রন্থ ‘কবিতার আলোয় আমার দেখা নয়াচীন’ ও ‘কবিতার মায়ায় কারাভাষ্য’, কথাশিল্পী ইরানী বিশ্বাসের গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু : একজন স্বামী ও পিতা’ এবং সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক লায়ন মুহা: মীযানুর রহমানের প্রবন্ধ সংকলন ‘সময় এখন বাংলাদেশের’। চার গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, গ্রন্থকারবৃন্দ, বায়ান্ন, পূর্বা ও অর্জন প্রকাশনীর প্রকাশকত্রয়, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন। বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : আবুল মাল আবদুল মুহিত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কুতুব আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জালাল ফিরোজ এবং এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূহ-উল আলম লেনিন। সভাপতির বক্তব্যে নূহ-উল আলম লেনিন বলেন, আবুল মাল আবদুল মুহিত একজন বিরলপ্রজ বাঙালি। মেধা-মননে, শিক্ষাদীক্ষায় আলোকিত আবদুল মুহিত একজন সার্থক অর্থমন্ত্রীই ছিলেন না; মানুষ হিসাবেও তিনি ছিলেন সত্যনিষ্ঠ, সত্যবাদী এবং দেশপ্রেমিক। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তার জীবন ও কর্ম তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাবার প্রেরণা জোগাবে। এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আহমদ বশীর, সুজন বড়ুয়া, রাজীব সরকার এবং হারিসুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি তারিক সুজাত, কুমার চক্রবর্তী এবং সুপ্রিয়া কুন্ডু। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী, ঝর্ণা সরকার এবং আহসানউল্লাহ তমাল। নৃত্য পরিবেশন করেন নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)’-এর নৃত্যশিল্পীরা। সংগীত পরিবেশন করেন সাজেদ আকবর, সালমা আকবর, শাহনাজ নাসরিন ইলা, মো. হারুন অর রশীদ এবং মুহাঃ আব্দুর রশীদ। নতুন বই : শুক্রবার মেলায় নতুন বই এসেছে ৯৬টি। আগামী প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে ড. সৈয়দ আনোয়ার হোসেনের ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং বাংলাদেশের পঞ্চাশ বছর অতীত ও বর্তমান’, আরেফিন বাদল সম্পাদিত ‘চাষি-মজুরের মওলানা ভাসানী’, সৈয়দ শামসুল হকের ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ উপন্যাস’, কথাপ্রকাশ থেকে প্রকাশিত খসরু পারভেজ রচিত ‘বাঙালির বিস্ময় মেঘনাদবধ কাব্য’। বিভাস এনেছে মহাদেব সাহার কাব্যগ্রন্থ ‘তোমার ঐশ্বর্য তোমার মাধুর্য’, যতীন সরকারের ‘দ্বিজাতিতত্ত্ব, নিয়তিবাদ ও বিজ্ঞান চেতনা’, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের ‘যে জীবন আমার ছিল’, কথাপ্রকাশ এনেছে আনিসুল হকের ‘প্রেরণার গল্প’, বদিউদ্দিন নাজিরের ‘লেখালেকির কলাকৌশল’; আগামী প্রকাশনী এনেছে আবদুল গাফ্ফার চৌধুরীর ‘বাংলাদেশের জাতীয় মুক্তির পথ’, বিচারপতি এএনএম বসির উল্লাহ’র ‘বিচারক জীবনের কথা’, পলল প্রকাশনী এনেছে রাসেল মাহমুদের গল্পগ্রন্থ ‘কয়েক ছত্র কান্নার গল্প’। আজ শনিবার অমর একুশে বইমেলার চতুর্থ দিন। মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। আজ সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর থাকবে। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : ড. আকবর আলি খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুল ইসলাম ভুইয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাদিক।