মন্ত্রী ওয়াহাবকে টাইট দেবেন বাবর

৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ওয়াহাব রিয়াজ, পাকিস্তানের নামকরা ক্রিকেটার। বর্তমানে তিনি রাজনীতিক থেকে হয়েছেন মন্ত্রী। দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ২০২১ সালে নির্বাচনে জয়ী হন ওয়াহাব। সম্প্রতি তাকে রাজ্য সরকারের মন্ত্রী করা হয়েছে। তবে মন্ত্রী হলেও ক্রিকেট থেকে অবসর নেননি ওয়াহাব রিয়াজ। সম্প্রতি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলে গেছেন। এখন খেলবেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই বাঁহাতি ফাস্ট বোলার। গত মৌসুমে ওয়াহাব ছিলেন পেশোয়ারের অধিনায়ক। এবার দলটির নেতৃত্বে থাকছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তিনি আগে খেলেছেন করাচি কিংসে। বিষয়টি নিয়ে পাকিস্তানি টিভি চ্যানেলের পক্ষ থেকে বাবরের কাছে জানতে চাওয়া হয়- এবার দলে একজন মন্ত্রী খেলবেন। বিষয়টি তিনি কিভাবে দেখছেন; অর্থাৎ একজন মন্ত্রীর ওপর কর্তৃত্ব ফলানো তো কঠিন কাজই বটে- এমন রসিকতাপূর্ণ এক প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, মন্ত্রী সাহেবকে তিনি কোনো ছাড় দেবেন না। বরং মাঝে-মধ্যে উল্টাপাল্টা দেখলে ‘টাইট’ দিয়ে দেবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াহাব রিয়াজের মতো খেলোয়াড়কে পেয়ে তিনি উচ্ছ্বসিত। এটা দারুণ ব্যাপার যে, ওয়াহাব ভাই মন্ত্রী হয়েছেন। এবার আমি একজন মন্ত্রীর সতীর্থ হতে পেরে আনন্দিত। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক অভিজ্ঞ ক্রিকেটার ওয়াহাব ভাই। ক্রিকেটের সবকিছুই জানেন তিনি। তবে মন্ত্রী সাহেবকে অবশ্যই পারফর্ম করতে হবে। অবশ্য সেটি তিনি করবেন। তা না হলে তাকে কিন্তু টাইট দিয়ে দেব, হাসতে হাসতে বলেন বাবর।