ট্রাম্পকে হত্যার হুমকি আল-কায়েদার

বিচ্ছিন্নতাবাদি সংগঠন আল কায়দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। আল কায়দার ইয়েমেন শাখা (AQAP) থেকে এই হুমকি বার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্পের পাশাপাশি ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন তাদের 'হিটলিস্টে'। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদের জেরেই এই হুমকি বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি আল কায়দার ইয়েমেন শাখা ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুঁশিয়ারি দেয়। সেই হুমকি বার্তাকে সমর্থন জানিয়ে একটি ৩০ মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেন AQAP-এর প্রধান আদ বিন আতাফ আল আওলাকি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'গাজায় আমাদের লোকজনের সঙ্গে যা ঘটছে, তার পর আর কোনো সীমারেখা থাকা উচিত নয়।' এই ভিডিও বার্তায় মাস্ক ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও এবং মার্কিন প্রতিরক্ষা সচিবের মতো শীর্ষ কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কঠিন সময়ে গাজার পাশে না থাকার অভিযোগে মিশর ও জর্ডানের মতো আরব মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, আমেরিকায় বসবাসকারী জনগণের কাছে গাজার প্রতিশোধ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ গোয়েন্দা বিভাগ AQAP-কে আল কায়দার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে বিবেচনা করে। ২০২৪ সালের মার্চ মাস থেকে আল আওলাকি এই সংগঠনের প্রধান পদে রয়েছে। এতাকে 'বিশ্বসন্ত্রাসী' ঘোষণার পাশাপাশি, আমেরিকা তার মাথার দাম ৬০ লক্ষ মার্কিন ডলার ধার্য করেছে। এবার এই বিচ্ছিন্নতাবাদি সংগঠনের পক্ষ থেকেই ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার হুমকি দেওয়া হলো।