শাহজালালে ইউএস বাংলায় ১৪ কেজি সোনা, বাজার মূল্য ১৫ কোটি টাকা

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইউএস বাংলার ফ্লাইটে দুবাই থেকে আসে এ চালান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস ফ্লাইটটি সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এরপর ঢাকা কাস্টমস হাউসের অভিযানিক চৌকস টিম পুরো বিমান বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিমান বন্দরের ভেতরে থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫টি বাসে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ১১৩ নম্বর বাসটির সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪টি বান্ডেল পাওয়া যায়। বিশেষ কায়দায় লুকানো ছিল ১২০টি সোনার বার। যার ওজন প্রায় ১৪ কেজি। বাংলাদেশি টাকায় বাজার মূল্য ১৫ কোটি টাকার বেশি।