মেয়েদের মাঝে পরীক্ষা দিতে বসে জ্ঞান হারাল ছাত্র

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

কলেজের হলে পরীক্ষা দিতে ঢুকেছে ১০ম শ্রেণির এক ছাত্র শংকর। কিন্তু সে ছাড়া ওই হলের বাকি পরীক্ষার্থী সকলেই মেয়ে। আর তাই এতগুলো মেয়ের মাঝে একা বসে পরীক্ষা দিতে হবে ভেবেই আতঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্র। সিটে বসার আগেই ভয়ে জ্বর উঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভারতের বিহারের শরীফ আল্লামা ইকবাল কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। পরে সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিহারের সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। হাসপাতালের চিকিৎসরা পরীক্ষার-নিরীক্ষার পর অবশ্য জানান, ভয় থেকেই এমনটা হয়েছে। জানা যায়, স্কুলে ভালো ছাত্র হিসাবে পরিচিত ওই কিশোর। প্রতি বছর বার্ষিক পরীক্ষায় ভালো ফল করে সে। ফলে পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার বিষয়টি অস্বাভাবিক-ই লাগছিল চিকিৎসকসহ সবার কাছে। ছাত্রটি খানিক সুস্থ হতেই জানা গেল সত্যিটা। ওই শিক্ষার্থীর চাচি বলেন, ‘শংকর এমনিতেই একা থাকতে পছন্দ করে। ওর বন্ধু সংখ্যাও কম। সারা ক্ষণই পড়াশোনা নিয়ে থাকে। পরীক্ষার হলে গিয়ে সব মেয়েদের দেখেই তাই অসুস্থ হয়ে পড়ে।’