জাপানি মেয়েসহ বাবা র‌্যাব হেফাজতে

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জাপানি মা নাকানো এরিকোর কাছে দুই মেয়ে থাকবে বলে রায় দেয় আদালত। কিন্তু এই রায় উপেক্ষা করে আত্মগোপনে থাকা ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে হেফাজতে নিয়েছে র‍্যাব। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে র‍্যাবের একটি দল। র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, আদালতের রায় ছিল জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে দুই সন্তান। কিন্তু রায় প্রতিপালনে থানা পুলিশ বাবাসহ ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিল না। আদালতের রায় উপেক্ষা করে মায়ের কাছে সন্তানকে হস্তান্তর না করে ছোট মেয়েসহ বাবা আত্মগোপনে চলে থাকার তথ্য পায় র‍্যাব। অভিযোগ পাওয়ার পর রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় আত্মগোপন করা ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে হেফাজতে নেয়া হয়েছে। এদিকে, আদালতের রায় অমান্য করে গতকাল মঙ্গলবার রাতে জাপানি মা দ্বিতীয়বারের মতো তার বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেন। এর আগেও এই জাপানি মা তার দুই মেয়েকে নিয়ে জাপানে পালানোর চেষ্টা করলে আদালতের রায়ের কারণে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়।