বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উৎস

৯ জুন, ২০২৫ | ৫:৪৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক মাহমুদ উৎস (২৩) নামের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। ঈদের পর দিন রোববার সন্ধ্যা ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উৎস রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬ বন্ধু ঈদের দিন সকালে তাদের রংপুরের বাড়িতে আসেন। ৬ বন্ধু মিলে ঈদের পরের দিন দিনাজপুরের দর্শনীয় স্থান কান্তজিউর মন্দির ও নীলফামারী সৈয়দপুরের বিমানবন্দর ঘুরতে যাবেন বলে ঠিক করেন। রোববার সকালে ৩টি মোটরসাইকেলে তারা ঘুরতে যান। বিকালে রংপুরে ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ওভারটেক করতে গেলে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তারেক মাহমুদ উৎস নিহত হন। অপর মোটরসাইকেলের বসে থাকায় বন্ধু জাকির হোসেন (২২) আহত হন। পরে স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। অন্য বন্ধুদের মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজম আলী হাসপাতালে জানান, তাদের সবার বাড়ি রংপুরে। ৬ বন্ধুই ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন। এবার ঈদে ঢাকায় তারা চিন্তা করেন ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের ঘুরতে যাবেন। ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর ঘুরে রংপুরে চলে আসবেন। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত উৎসের লাশ রাত ৯টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।