দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, জন্মদিনে করুণ মৃত্যু বাড়িওয়ালার

৩০ জানুয়ারি, ২০২৩ | ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। খবর আলজাজিরার। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গেবেখায় (পুরোনো পোর্ট এলিজাবেথ) গুলির ঘটনা ঘটে। গেবেখায় একটি বাড়ির মালিক তার জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে একদল অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালে দুজন অজ্ঞাতনামা বন্দুকধারী বাড়ির আঙিনায় প্রবেশ করেন। তারা অতিথিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন। পুলিশ জানিয়েছে, গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। এ হামলার উদ্দেশ্যে এখনও জানা যায়নি। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আলজাজিরা বলছে, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে।