সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ

৩ জুন, ২০২৫ | ১০:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ জুন) সকালে উপজেলার মুন্সিপাড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন নারী, ৮ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাদের বাড়ি অধিকাংশই খুলনা বিভাগে। পুশইন করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক ২০০৫ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। তখন থেকেই ভারতের গুজরাট রাজ্যে পরিবার নিয়ে বসবাস শুরু করে এবং সেখানে মুরগির দোকানে কাজ করতেন। সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ প্যারোল মেলেনি সাবেক এমপির, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন জেলগেটে ১০ দিন আগে গুজরাট পুলিশ বিভিন্ন এলাকার দোকান থেকে তাদের আটক করা হয়। পরে গাড়িতে করে মঙ্গলবার ভোরে সীমান্তে এনে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের নায়েব সুবেদার খাইরুল ইসলাম জানান, আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে গুজরাট রাজ্যে বসবাস করছিল। এদের মধ্যে অধিকাংশর বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।