কটিয়াদীতে জনদুর্ভোগে ২০ গ্রামের মানুষ

২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জেলার কটিয়াদী উপজেলার শিবনাথ সাহার বাজার সংলগ্ন কুড়িখাঁই নদীর উপর নির্মিত সেতুটি এখন জরাজীর্ণ। এরই মধ্যে সেতুর দু’পাশের রেলিং ভেঙ্গে গেছে। খসে পড়েছে পিলারের আস্তরণ ও ইট। স্থানে স্থানে ভেঙ্গে গেছে সেতুর পাটাতনের অংশ। ফলে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। এ অবস্থায় বোয়ালিয়া, নামা বোয়ালিয়া, তেলিচারা, কাহেতেরটেকী, ভাংনাদী, চারিয়া, দড়িচারিয়া, মাগুরা, কুড়িখাঁই, চাতল, মুমুরদিয়া, জোয়ারিয়া ও পিপুলিয়াসহ অন্তত ২০ গ্রামের মানুষ প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বেশি বিপাকে পড়েছে ওইসব এলাকার স্কুল-মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া সেতুর জীর্ণদশার কারণে ব্যবসায়ীদের মালামাল পরিবহণ নিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। এ পরিস্থিতিতে সেতুটি পুনঃনির্মাণে স্থানীয় প্রতিনিধিরা এগিয়ে না আসায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। জনস্বার্থ বিবেচনায় সেতুটি দ্রুত নির্মাণের দাবিতে সেতু এলাকায় সম্প্রতি সিপিবি মুমুরদিয়া শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে এলাকার নানা শ্রেণি পেশার শত শত অংশগ্রহণ করেন। জানা গেছে, কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া থেকে মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার হয়ে কুড়িখাঁই শাহ শামছুদ্দিন সুলতান বুখারী (র.) মাজারে যোগাযোগের একমাত্র মাধ্যম। স্বাধীনতা পূর্বকালীন কুড়িখাঁই নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী স্থানীয় কিছু নিরীহ লোককে ধরে এনে সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে নদীতে ফেলে দেয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা দূরে থাক দীর্ঘ প্রায় ৬০ বছরেও সেতুটির কোন সংস্কার বা পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ইতিহাসের সাক্ষী সেতুটি বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুর উপর দিয়েই এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী বলেন, কিছুদিন পরই কুড়িখাঁইয়ে শাহ শামছুদ্দিন সুলতান বুখারী (র.) এর ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশাল মেলা হলে হাজার হাজার মানুষ এ সেতুটি দিয়েই যাতায়াত করে থাকে। এ জন্য এটি দ্রুত নির্মাণের জন্য তিনিসহ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে কটিয়াদী উপজেলা প্রকৌশলী অনতু বল জানান, শিবনাথ সাহার বাজারের পাশের প্রাচীন সেতুটি ভেঙে পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। স্কীম আকারে ১০০ মিটারের সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাঠানো হয়েছে। আশা করছি অতি প্রয়োজনীয় এ সেতুর প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।