বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ, সম্পাদক আনোয়ারুল

বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ডা. মোর্শেদ ও ডা. আনোয়ারুল প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটি এ ফলাফল ঘোষণা করে। ডা. মোর্শেদ উদ্দীন আকন্দকে সভাপতি এবং ডা. আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে ডা. রোনে সুজন ক্লোদ সরকার ও ডা. জোনায়েদ হাকিম, কোষাধ্যক্ষ পদে আবুল বাশার মো. মহিবউল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে মো. তৌফিক এলাহি, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক পদে জেসমিন নূর, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক পদে ডা. রুবাইয়াৎ হাসান চৌধুরী ও সহকারী সম্পাদক পদে ডা. হাসিনা আলম বিজয়ী হয়েছেন। এ ছাড়া নির্বাহী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ডা. স্যালী সামিয়া খান, খালেদা খাতুন, ডা. ফারিবা রশীদ, ডা. আয়শা নূর, ডা. মো. কায়সার মাহমুদ, ডা. আযলান মনির ও ডা. মুহাম্মদ ইব্রাহিম খলিল। অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. পারভীন আক্তার খানম। কমিটির সদস্য হিসেবে ছিলেন মো. আব্দুল আজিজ ও ডা. মোহাম্মদ পারভেজ রশীদ। সংগঠনটি জানিয়েছে, প্রায় ৬০০ জন চিকিৎসক ও অফিসার নিয়ে গঠিত বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিকিৎসা সেবা ও এর মান উন্নয়ন সংরক্ষণ এবং বারডেম হাসপাতালের প্রশাসনের সহযোগী হিসাবে কাজ করে থাকে।