বিএনপির দেশ পরিচালনার যোগ্যতা নেই: পরশ

২২ জানুয়ারি, ২০২৩ | ৮:৩২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, এই যোগ্যতা একমাত্র শুধু শেখ হাসিনার আছে। বিএনপির দেশ পরিচালনার কোনো যোগ্যতা নেই। বিএনপিকে এই যোগ্যতা প্রমাণ করতে হলে দুর্নীতি, নৈরাজ্য, বোমাবাজি, মানুষ হত্যার মতো অপরাধ থেকে সরে আসতে হবে। তারা দেশকে ধ্বংস করতে চায় বলে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরশ বলেন, ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে জনগণের কাছে মাফ চান, নাকে ক্ষত দিয়ে আসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যারা নতুন করে হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করতে চায়, তাদেরকে যুবলীগ প্রতিহত করবে। বিএনপি-জামায়াতের স্বপ্ন পূরণ হতে দেবে না। সেই বার্তা নিয়ে শেখ হাসিনা রাজশাহীতে আসবেন। সেদিন রাজশাহী জনসমুদ্রে পরিণত হবে। আগামী নির্বাচনে রাজশাহীর ৬টি আসনই আওয়ামী লীগকে দিতে হবে। আপনারা সেভাবেই মাঠে নেমে পড়ুন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ও বিরোধী দলে থাকতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এসেছেন। তবে এবারের আগমন বেশি আনন্দ ও উচ্ছ্বাসের দেখা যাচ্ছে। এর কারণ তিনি বাংলাদেশে বহু উন্নয়ন করেছেন। রাজশাহীতে ব্যাপক উন্নয়ন চলছে। যুবলীগের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগ, বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।