গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে সভা, গান, আবৃত্তি ও নৃত্য, কুইজ ও পুস্তক প্রদর্শনী হয়েছে। প্রতিনিধিরা জানান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি মঞ্চের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার আব্দুল করিম ভবনের ২ নম্বর গ্যালারিতে সভা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন হয়েছে। দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মুখ্য আলোচক ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বক্তব্য দেন আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান। শেরপুরে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ স্লোগানে রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, জামায়ত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ। ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সভা ও সংগীত পরিবেশন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য দেন ভ‚টিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক প্রমুখ। জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সোমবার পুস্তক প্রদর্শনী হয়েছে।