ইরাকে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে নিহত ২

১৯ জানুয়ারি, ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ইরাকের গলফ কাপ ফাইনাল দেখার জন্য জড়ো হওয়া ভক্তদের ভিড়ের কারণে বসরা স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে দুজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। ওমান বনাম ইরাকের মধ্যে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটল। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় সকাল ৭টায়। খবর আলজাজিরার। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচটি দেখার আশায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়া হাজারও ভক্ত জড়ো হয়েছিলেন। স্টেডিয়ামের ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে স্টেডিয়ামের সব ফটক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বসরায় জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানি। বৈঠকে সেখানকার গভর্নর ও সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। হতাহতের বিষয়টি নিশ্চিত হলে খেলাটি স্থগিত অথবা নিরপেক্ষ অন্য কোনো দেশে হতে পারে। আলজাজিরার সাংবাদিক সামের ইউসেফ বলেন, স্বারাষ্ট্র মন্ত্রণালয় খেলা শুরুর সময় টিকিটবিহীন ব্যক্তিদের স্টেডিয়ামে না যেতে আহ্বান জানিয়েছিল। আলজাজিরার আরেক সাংবাদিক আবদেলওয়াহেদ বলেন, ইরাকি ফুটবল ফেডারেশনের মতে, প্রায় ৯০ শতাংশ টিকিট খেলা শুরুর আগেই বিক্রি হয়ে গেছে। এই খেলা ইরাকের ফুটবল ভক্তদের উন্মাদ করে তুলেছে, বিশেষ করে যারা অন্যান্য প্রদেশ থেকে এসেছেন। কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইরাক কোনো খেলার আয়োজন করতে পারেনি। আবদেলওয়াহেদ বলেন, এবারের এই খেলা আয়োজন করতে পেরে কর্তৃপক্ষ বলেছিল- 'আমরা এমন একটি বিশেষ আয়োজন করতে পেরে ভাগ্যবান, তবে শহরটি যতটা প্রস্তুত হওয়া উচিত, তা করা যায়নি।’