চা বিশ্বে সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করতে পারে : জাতিসংঘে চীনা দূত কেং শুয়াং

২৫ মে, ২০২৫ | ৫:৪৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আন্তর্জাতিক চা দিবসের উদযাপনী অনুষ্ঠান ‘তৃতীয় লাওশান আন্তর্জাতিক বসন্ত চা দিবস-জাতিসংঘে প্রবেশ’ গত (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় ২শত জন কূটনীতিক ও কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। জাতিসংঘে চীনা স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেং শুয়াং বলেন, চা অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত সভ্যতা ও সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করতে পারে। চা চাষ, চা অর্থনীতি ও চা সংস্কৃতি প্রচার ও উন্নয়ন বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন এবং বিভিন্ন দেশের অভিন্ন সমৃদ্ধি ও পারস্পরিক বোঝাপড়া ত্বরান্বিত করতে পারে। জাতিসংঘে নিয়ে আসা লাওশান চা সম্পর্কে কেং শুয়াং পরিচয় করিয়ে বলেন, এটা হলো চীনের ইউয়ুননান প্রদেশের মালিপো জেলায় উত্পাদিত প্রাচীন গাছের চা। এই চায়ের হাজার বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায়, লাওশান প্রাচীন গাছের চা-শিল্প উচ্চমানের উন্নয়ন অর্জন করেছে, যা চীনের সীমান্তবর্তী কৃষকদের দারিদ্র্যবিমোচন বাস্তবায়ন করা এবং গ্রামীণ পুনরুজ্জীবন অর্জনের একটি প্রাণবন্ত প্রদর্শন ও সুন্দর বিজনেস কার্ড হয়ে উঠেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চীনের ঐতিহ্যবাহী চা প্রদর্শন ও মালিপোর সংখ্যালঘু জাতির গান ও নাচ উপভোগ করেন, এবং ‘চীনের মালিপোর দারিদ্র্যবিমোচন’ প্রদর্শনী দেখেন। সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।