দুই হাজারের বেশি সাইবার হামলা চালিয়েছে রাশিয়া

১৮ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ইউক্রেনের অভিযোগ, গত এক বছরে দেশটির ওপর দুই হাজারের বেশি সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়টি উল্লেখ করে বলেন, এই সাইবার হামলার কারণেই তিনি যথাসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। খবর হিন্দুস্তান টাইমস। ইউক্রেনের স্পেশাল কমিউনিকেশন্স অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশনের স্টেট সার্ভিসের প্রধান ইউরি শিগোল সাংবাদিকদের বলেন, রাশিয়ার এ ধরনের সাইবার হামলার কারণে তার লাইভস্ট্রিম সম্মেলন ১৫ মিনিট দেরিতে শুরু করতে হয়েছে। সংবাদ সম্মেলনে শিগোল জানান, ২০২২ সালে ইউক্রেন মোট ২,১৯৪টি সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার মধ্যে ১,৬৫৫টি হয়েছে মস্কোর ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পরের সময়ে। এসময় ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠানগুলোও ৫৫৭টি সাইবার হামলার মুখে পড়েছে। বেশিরভাগ হামলার জন্যই মস্কো দায়ি উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, অন্যসব ক্ষেত্রে যেমন সাইবার হামলাকারীরা পরিচয় গোপনের চেষ্টা করে, রাশিয়ার ক্ষেত্রে ব্যাপারটি কিছুটা ব্যতিক্রম। মূলত যেসব হ্যাকাররা রাশিয়ার সঙ্গে কাজ করে, অধিকাংশই সময় তারা তাদের অধিভুক্তি গোপন করে না। তাদের প্রায় সবাই সামরিক বাহিনী বা এ ধরনের সংস্থায় চাকরি করে এবং তাদের বেতন দেয় এফএসবি (রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস)। ইউক্রেনের এসব অভিযোগের ব্যাপারে মস্কোর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।