যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

২৪ মে, ২০২৫ | ৫:৪৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। ২৩শে মে, শুক্রবার ভোর ৫ টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ফেরার পথে মীরসরাই থানার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, প্রায় ১ বছর আমেরিকায় থাকার পর ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর হয়ে শুক্রবার ভোরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে মীরসরাইর উদ্দেশ্যে রওনা হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে বিমানবন্দরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।