প্রথমবার ১ লাখ ১০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

নতুন মাইলফলক গড়ল বিটকয়েন। গতকাল প্রথমবারের মতো এ ক্রিপ্টোকারেন্সির দাম ১ লাখ ১০ হাজার ডলার ছাড়িয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র সিনেটে গুরুত্বপূর্ণ স্টেবলকয়েন বিলের অগ্রগিতর প্রভাব পড়ে বাজারে। খবর আনাদোলু। সংশ্লিষ্ট সংস্থা কয়েনমার্কেটক্যাপের তথ্যানুযায়ী, গতকাল দুপুরে ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক বাজারের আকার ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছে। এর মধ্যে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনও রয়েছে, যার মূল্য সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ১ লাখ ১১ হাজার ৮৬০ ডলারে পৌঁছে। সপ্তাহজুড়ে প্রায় ৮ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। পরে অবশ্য দাম কিছুটা কমে আসে। গতকাল দুপুর নাগাদ বিটকয়েনের দাম ১ লাখ ১০ হাজার ৮৪০ ডলারে পৌঁছে এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯ হাজার ১৯০ কোটি ডলার। এর আগে জানুয়ারিতে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল ১ লাখ ৯ হাজার ২৮৮ ডলার। এর পর থেকে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠলে এর চাপ পড়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে। প্রতিবেদন অনুসারে, সামগ্রিকভাবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধির পাশাপাশি চলতি মাসে ডিজিটাল সম্পদে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নীতিগত পরিবর্তন এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য সম্পর্কের অস্থায়ী উন্নতি ভূমিকা রেখেছে। স্টেবলকয়েন সংক্রান্ত আইন ‘জিইএনআইইউএস অ্যাক্ট’-এর অগ্রগতিকে ক্রিপ্টোকারেন্সি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখা হচ্ছে, যা একটি তুলনামূলকভাবে সহানুভূতিশীল নিয়ন্ত্রক পরিবেশের ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ক্রিপ্টোকারেন্সিকে গুরুত্বের সঙ্গে স্থান দেন। ওই সময় যুক্তরাষ্ট্রকে ‘ক্রিপ্টোর রাজধানী’ হিসেবেও অভিহিত করেন। সেই সূত্রে নির্বাচনে তার বিজয়ের পর ফুলেফেঁপে ওঠে বাজারটি। গত ডিসেম্বরে বিটকয়েনের দাম প্রথমবারের মতো ১ লাখ ডলার ছাড়িয়ে যায়। শিগগিরই কংগ্রেসে জিইএনআইইউএস অ্যাক্টের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে পাস হলে বিলটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পাঠানো হবে।